সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিদ্যালয়টি অবস্থিত। প্রসিদ্ধ ইন্দারজানী বাজার সংলগ্ন এ বিদ্যালয়ের এক পাশ দিয়ে উপজেলার দিকে পাকা রাস্তা ও মাদলানদী প্রবাহিত হয়েছে। মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
প্রাচীর কালে অত্র এলাকার অনেক প্রভাবশালী হিন্দু সম্প্রদায় বাস করতের। তাদের মধ্যে ইন্দ্র নামে এক জোয়ান হিন্দু সম্প্রদায়কে পরিচালিত করতেন। তাকে সবাই মেনে চলত। ইন্দ্র জোয়ান নাম অনুসারে এলাকাটি নাম হয় ইন্দ্রজানী। পরে তাহা ইন্দারজানী নামে রুপ লাভ করে।
ক নং | সদস্যদের নাম | ক্যাটাগরী |
০১ | রেহেনা সিদ্দিকা | সভাপতি |
০২ | মোঃ তোতা সরকার | সহঃ সভাপতি |
০৩ | মোঃ শাহীন শাহ | সদস্য |
০৪ | মতিয়ার রহমান | ’’ |
০৫ | মোসাঃ শিরিন সুলতানা | ’’ |
০৬ | মোসাঃ সাজেদা আক্তার | ’’ |
০৭ | মোসাঃ খোদেজা আক্তার | ’’ |
০৮ | মোসাঃ নাছরিন আক্তার | ’’ |
০৯ | মোঃ আবুল কাশেম | জমিদাতা সদস্য |
১০ | ডি.এম.রফিকুল ইসলাম | ইউ/পি সদস্য |
১১ | শাহজাহান মাহমুদ | শিক্ষক প্রতিনিধি |
১২ | ডি.এম.ফরিদ হোসেন | সদস্য সচিব। |
পরীক্ষার সন | পরীক্ষার্থী | উর্ত্তীণ | পাশের হার |
২০০৯ | ২৮ | ২১ | ৭৫% |
২০১০ | ২১ | ২১ | ১০০% |
২০১১ | ১৫ | ১৫ | ১০০% |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস