Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাকড়াজান

পশ্চিমে কালিহাতী উপজেলা উত্তরে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউপি দক্ষিনে বহেড়াতৈল ইউপি র্পুবে কালিয়া ইউপি।

 

১।  ইউনিয়নকে জানুন

এক নজরে

মানচিত্রে ইউনিয়ন

 

 

 

 

 

দর্শনীয় স্থান

পলাশতলী -চকপাড়া  পর্যটন ও বিনোদন কেন্দ্র।

হাট বাজার

০৫টি

গ্রাম ভিত্তিক লোক সংখ্যা

১। বাঘেরবাড়ী-১৯০০জন।

২। বৈলারপুর-১৭৭০জন।

৩। ভাতগড়া-৭৪০জন

৪। ভুয়াইদ-১৪৫০জন

৫। শ্রীপুর-২৭১০জন

৬। ঢনঢনিয়া-১৯০জন

৭। জিতাশ্বরী-১৫৩০জন

৮। বিন্না আটা-৬৮০ জন

৯। সিরিরচালা-৭২৪ জন

১০।বড়বাইদ পাড়া-৫০০ জন

১১। মরিচকুড়ি-৪৮২ জন

১২। ছোটচওনা-৮৪০ জন

১৩। পাইনাবাইদ-৫২০ জন

১৪। ফুলদানীচালা-৪৪০ জন

১৫। বাদ গড়বাড়ী-৬৫২ জন

১৬। বারমুন্ডলিয়া-৬৭৮ জন

১৭। তৈলধারা-৬৩০ জন

১৮। দিঘীরচালা-৭৫০ জন

১৯। নাইন্দারভাংগা-৮৩০ জন

২০। চকপাড়া-৩৩৬ জন

২১। বড়চালা-৪১০ জন

২২। উত্তর গড়বাড়ী-৩৭০ জন

২৩। হামিদপুর-১০৬০ জন

২৪। ইন্দারজানী-২৬২০ জন

২৫। গোবরচাকা-৩১০১ জন

২৬ । কাকড়াজান-১১৮০ জন

২৭। নোহালীচালা-১১৫০ জন

২৮। আমবাগ-৬৭০ জন

২৯। বুড়িরচালা-৯০০ জন

৩০।দূর্গাপুর-৯৪০ জন

৩১। হারিঙ্গাচালা-১২০০ জন

৩২। বেড়ীখোলা-১২০০ জন

৩৩। সাপিয়াচালা-১২৪০ জন

৩৪। কাজিরামপুর-৫০০ জন

৩৫। মহানন্দপুর-৫৯০ জন

৩৬। বাসারচালা-১৬০০ জন

৩৭। সুরিরচালা-৭৯০ জন

 

যোগাযোগ ব্যবস্থা

 

সখিপুর উপজেলা হইতে ধলাপাড়া পাকা রাস্তা সংলগ্ন ইউ.পি কমপ্লেক্স ভবন অবস্থিত। সখিপুর উপজেলা থেকে দুরত্ব প্রায়-১০কি.মি।

 

ফটো

গুরুত্বপূর্ন স্থান, ব্যক্তি, ঘটনার ছবি।

 

১। সাংগঠনিক কাঠামো

   চেয়ারম্যান-০১জন

মহিলা সদস্য-০৩জন(সংরক্ষিত আসন)

সাধারন সদস্য-০৯জন।

সচিব -০১জন।

দফাদার -০২জন।

মহল্লাদার-০৮জন।

জন্মনিবন্ধন সেচ্ছাসেবক-০১জন।

২। ইউনিয়ন পরিষদের কার্যাবলী

১।পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি।

২। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণ।

৩। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সর্ম্পর্কিত

৪। স্বাতস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্প©র্কত কার্যক্রম বাস্তবায়ন।’

৫। কৃষি, মৎস্য, পশু সম্পদ ও অন্যন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

৬। মহামারী নিয়ন্ত্রণ ও দূযোগ ব্যবস্থাপনায় প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ।

৭। কর, ফি, ফিস টোল ইত্যাদি ধার্যকরণ ও আদায় ।

৮। পরিবার বিরোধ নিরসন নারী, ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় সম্পদান।

৯। খেলাদুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগীতা প্রদান।

১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

১১। আইন শৃংখালা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

১২। জন্ম নিবন্ধনকরণ।

১৩। সরকারী স্থান, উন্মুক্ত জায়গা উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।

১৪। ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো।

১৫। বৃক্ষ রোপন ও সংরক্ষণ এবং বৃক্ষ সম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

১৬। কবরস্থা,শ্নশান জনসা্ধারনের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষন ও পরিচালানা।

১৭। জনপথ, রাজপথের ও সরকারী স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এই সব স্থানে উৎপাত ও তাহার কারণ বন্ধ করা ।

১৮। জনপথ , রাজপথের ক্ষতি ও বিন্ষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।

১৯। গোবর ও রাস্তার আবজনা সংগ্রহ, অপসারন ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।

২০। অপরাধমুলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।

২১। মৃত পশুর দেহ অপসারণ ননিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রন।

২২। ইউনিয়নে নতুন বাড়ী বাড়ি, দালান নিমার্ণ ও পুনঃ নিমার্ণ  এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন।

২৩। কুয়া, পানি তোলার কল জলাধারা পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উসের ব্যবস্থাপনা ও সংরক্ষন।

২৪। খাবার পানি উসের দূষন রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যাণ্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ বা নিয়দ্ধ করা।

২৫। খাবার পানির  জন্য  সংরক্ষিত কুপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের বা নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাচা বা পশু গোসল করানো নিষিন্ধ বা নিয়ন্ত্রন করা।

২৬। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তীস্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিন্ধ বা নিয়ন্ত্রন করা।

২৭। আবাসিক এলাকার মধ্যে চমড়া রং করা বা পাকা করা নিষিন্ধ বা নিয়ন্ত্রন করা।

২৮। আবাসিক এলাকার মাটি খননকরিয়া পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিন্ধ বা নিয়ন্ত্র করা্।

২৯। আবাসিক এলাকার ইট মাটির পাত্র বা অন্যান্য ভাটি নিমার্ণ নিষিন্ধ বা নিয়ন্ত্রন করা।

৩০। অগ্ন বন্যা শিলাবৃষ্টিসহ ঝড় ভুমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুযোগ মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহ ও সরকারকে সার্বক্ষণিক সহায়তা প্রদান।

৩১। বিধবা , এতিম, গরীব, ও দুস্থ্য ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা।

৩২। সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।

৩৩। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন।

৩৪। গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা।

৩৫। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।

৩৬। ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যাণ্য ব্যবস্থা গ্রহন।

৩৭। ই-গভর্ণেন্স চালু ও উৎসাহিতকরন।

৩৮। ইউনিয়ন পরিষদের মত  সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারন ।

৩৯। সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী।